
প্রকাশিত: Sun, Dec 3, 2023 1:48 AM আপডেট: Mon, Apr 28, 2025 11:53 PM
[১] দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট জয় বাংলাদেশের
সাঈদুর রহমান: [২] সিলেটে কিউইদের ১৫০ রানে হারিয়েছে, যা তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট জয়। প্রথম জয়টি এসেছিলো ২২ মাস আগে নিউজিল্যান্ডের মাউন্ট মাঙ্গানুয়ে।
[৩] চতুর্থ দিনে ১১৩ রানে সাত উইকেট হারিয়ে দিন শেষ করেছিলো নিউজিল্যান্ড। পঞ্চম দিনে কিউইদের জয়ের জন্য দরকার ছিলো ২১৮ রান। তবে মাত্র ৬৮ রান তুলতে পারে কিউইরা। তাইজুলের স্পিন জাদুতে ১৮১ রানে অলআউট হয় সফরকারীরা। এতে ১৫০ রানের বড় জয় পায় বাংলাদেশ। ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তাইজুল ইসলাম।
[৪] এর আগে সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৩১০ রান করে টাইগাররা। জবাবে ব্যাটিংয়ে নেমে ৩১৭ রানে অলআউট হয় কিউইরা। ৭ লিড শোধ দিয়ে সফরকারীদের সমানে জয়ের জন্য ৩৩১ রানে লক্ষ্য দেয় স্বাগতিকরা।
[৫] যে লক্ষ্যে পৌঁছানো চতুর্থ ইনিংসে জন্য খুবই কষ্টকর। জবাব দিতে নেমে চতুর্থ দিনে ১১৩ রান তুলতেই সাত উইকেট হারিয়ে বসে উইলিয়ামসনরা। তবে আশা বাঁচিয়ে রেখেছিলেন ড্যারিল মিচেল। শনিবার ৭* রান করা ইস সোধিকে সঙ্গে নিয়ে অপরাজিত ৪৪ রানে শেষ দিনে ব্যাটিংয়ে নামেন মিচেল।
[৬] তবে দলের হার এড়াতে পারেননি এই ডান হাতি ব্যাটার। ৫৮ রানে আউট হন তিনি। এরপর সোধি ২২ এবং অধিনায়ক টিম সাউদি ৩৪ রানে আউট হলে ১৮১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। এতে ১৫০ রানের বড় জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।
[৭] বাংলাদেশের হয়ে এই ম্যাচে দশ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। মুমিনুল হক ও নাঈম হাসান তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন। সম্পাদনা : সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ
[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ
[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার
[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ
[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
[১]যুক্তরাষ্ট্রে আজ পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের [২]স্বাগতিকদের বিরুদ্ধে মুখোমুখি কানাডা

[১]অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৮ রানে হারলো বাংলাদেশ

[১]আজ বিশ্বকাপের সুপার এইটে ভারতের মুখোমুখি বাংলাদেশ

[১]ভয় কাটিয়ে জয় দক্ষিণ আফ্রিকার

[১]বিশ্বকাপ ক্রিকেটে আজ ভারত ও পাকিস্তান মহারণ

[১]বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবার শিরোপা জিতলো বাংলাদেশ
